জনসচেতনতামূলক বিজ্ঞাপনে তাসকিন-সনি


Sharif Khan প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০১৬, ৫:২২ PM / ২২০
জনসচেতনতামূলক বিজ্ঞাপনে তাসকিন-সনি

জনসচেতনতামূলক বিজ্ঞাপনে প্রথমবারের মতো মডেল হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম বোলার তাসকিন আহমেদ। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য যেখানে সেখানে প্রসাব-পায়খানা না করে পাবলিক টয়লেট ব্যবহারে উৎসাহি করতেই মূলত এই জনসচেতনমূলক বিজ্ঞাপন।

বিজ্ঞাপনে তাসকিন আহমেদের সাথে রয়েছেন মডেল ও অভিনয়শিল্পী সনি রহমান। বিজ্ঞাপন প্রসঙ্গে সনি বলেন, ‘সমাজে সবার জনসচেতনামূলক কাজে অংশ নেয়া উচিত। এই চিন্তা-ভাবনা থেকেই কাজটি করতে রাজি হয়েছি। তাছাড়া এমন একটি কাজ করে নিজের কাছেও ভালো লাগছে। প্রথমে পাবলিক টয়লেটের কথা শুনে খারাপই লেগেছিল। পরে মনে হলো একজন অভিনেতার কাজই হলো বাস্তব জীবনের গল্প অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা। তাছাড়া জনসচেতনতামূলক কাজটি করতে পেরে সত্যি নিজের কাছে ভালো লাগছে। আমার বিশ্বাস দর্শকরা এতে উৎসাহিত হবেন।

জনসচেতনতামূলক এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন শাওন রহমান। খুব শিগগিরই টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে বলে জানা গেছে।