আজ থেকে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎ​সব


Sharif Khan প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০১৬, ১১:৪৮ AM / ১১৫
আজ থেকে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎ​সব

আজ শনিবার (০৩ ডিসেম্বর) শুরু হচ্ছে ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব । ১০৯টি দেশের ৫৫০টি চলচ্চিত্র নিয়ে শুরু হচ্ছে এই উৎসব। এই চলচ্চিত্র উৎসবকে উৎসর্গ করা হয়েছে উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরলাল সেন ও সদ্য প্রয়াত কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হককে।

এবার উৎসবে চারটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলো হলো ইন্টারন্যাশনাল কম্পিটিশন (ফিকশন), ইন্টারন্যাশনাল কম্পিটিশন (ডকুমেন্টারি), নেটপ্যাক (নেটওয়ার্ক ফর এশিয়ান সিনেমা) ও তারেক শাহরিয়ার ইন্ডিপেন্ডেন্ট শর্টস। পুরস্কার হিসেবে থাকছে আর্থিক সম্মাননা, ক্রেস্ট ও সার্টিফিকেট। ১০ ডিসেম্বর বিকেলে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে আয়োজিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে দেওয়া হবে এই পুরস্কার।

বিকেল চারটায় রাজধানীর শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উৎসব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আরও থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চীনের প্রখ্যাত চলচ্চিত্রকার ও বেইজিং ফিল্ম একাডেমির অধ্যাপক ড. শি ফি। উপস্থিত থাকবেন উৎসব কমিটির চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ও উৎসব পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানী।

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানী ও কানাডার পাঁচটি চলচ্চিত্র দেখানো হবে। নয় দিনের এই উৎসবে ১০৯টি দেশের ৫৫০টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। থাকছে ২০১৫ ও ২০১৬ সালে বাংলাদেশে নির্মিত চলচ্চিত্রও।

উল্লেখ্য, ১৯৮৬ সালের আগস্ট মাসে ‘বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম’ গঠন করা হয়। এ বছর সংগঠনটি ৩০ বছরে পদার্পণ করেছে। ১৯৮৮ সালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম উপমহাদেশে প্রথম আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করে।