শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে আপনি আপনার ত্বক পরিষ্কারে নিয়মিত ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার। এটি আপনার ত্বককে শুধু পরিষ্কারই করবেনা ত্বকের উজ্জলতা বাড়িয়ে দিবে দিগুন। বিশ্বাস হচ্ছেনা! ত্বকে নিয়মিত ব্যবহার করেই দেখুন পেয়ে যাবেন ফলাফল।
ত্বকের মৃত কোষ পরিষ্কার করবেঃ সামান্য চিনি ও কর্নফ্লাওয়ার মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। এটি যেমন স্ক্রাবের কাজ করবে তেমনি এতে ত্বকের মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করবে।
বলি দাগ দূর করবেঃ চোখের বলি রেখা ও চেহারাতে বলি দাগ দূর করবে কর্নফ্লাওয়ার। প্রতি রাতে শোবার আগে এক চা চামচ পানির সাথে কর্নফ্লাওয়ার গুলিয়ে সারা মুখে লাগিয়ে মিনিট পাঁচেক পর ধুয়ে নিন।
রোদে পোড়া দাগ দূর করবেঃ রোদে পোড়া দাগ দূর করতে কর্নফ্লাওয়ারের জুড়ি নেই। সামান্য মধু ও কর্নফ্লাওয়ার মিশিয়ে এর পেস্ট মুখে লাগান রোদে পোড়া দাগ দূর হয়ে যাবে।
শুষ্ক ত্বকে অানে মসৃনতাঃ সামান্য টক দইয়ের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে মুখে ও হাত পায়ে লাগিয়ে রাখুন ১০ মিনিট। ত্বক যেমন ফর্সা হবে তেমনি একটি মসৃন ত্বক পাবেন শীতের দিনে।
আপনার মতামত লিখুন :