মিশা সওদাগর এবার বিজলি ছবিতে কাজ করবেন। নিজের অভিনয় দিয়ে জয় করেছেন লক্ষ দর্শকের হৃদয়। সব ধরনের চরিত্রেই তাকে অভিনয় করতে দেখা গেছে। তিনি বেশি অভিনয় করেছেন নেতিবাচক চরিত্রে। মিশা বলেন, এ ছবিতে আহমেদ রুবেল কাজ করার কথা থাকলেও নানা কারণে তা হচ্ছে না। তাই তার চরিত্রে আমি কাজ করব। ছবিটির গল্প ভালো লেগেছে।
মিশা এখন অভিনয় করছেন অঅশিকুর রহমানের ‘অপারেশন অগ্নিপথ’, জি সরকারের ‘লাভ ২০১৫’, সৈকত নাসিরের ‘পাষান’সহ বেশ কয়েকটি ছবিতে। এছাড়া গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’ ছবিতেও তিনি অভেনয় করতেন। আগামী মাসে ছবিটির শুটিং শুরু হবে। ‘বিজলী’র কাজ প্রায় শেষ হয়েছে।
সম্প্রতি এই ছবির একটি গানের শুটিং হয়েছে আইসল্যান্ডের বিভিন্ন লোকেশনে। ‘বিজলী’র এই শুটিংয়ের মাধ্যমে আইসল্যান্ডে এই প্রথম বাংলাদেশি কোন ছবির শুটিং হলো। ছবিটি প্রযোজনা করছে চিত্রনায়িকা ববি।
আপনার মতামত লিখুন :