‘তুমি যে আমার’ ছবিতে তাহসান ও কোনাল


Sharif Khan প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০১৬, ১:৪৩ PM / ১১৭
‘তুমি যে আমার’ ছবিতে তাহসান ও কোনাল

এ সময়ের জনপ্রিয় দুই কন্ঠশিল্পী তাহসান ও কোনাল। তারা এই প্রথম একসঙ্গে ‘তুমিময়’ শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছেন নতুন একটি ছবিতে। আরটিভি প্রযোজিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালনায় চলচ্চিত্রটির নাম ‘তুমি যে আমার’ ।

‘তুমিময়’ গানটি প্রসঙ্গে রাজ বলেন, ‘ আমার চলচ্চিত্রগুলোতে গানের একটা প্রাধান্য থাকে। ‘তুমিময়’ গানটিতে তাহসান ভাই অনেক সময় দিয়ে করেছেন। কোনালও গেয়েছেন দূদার্ন্ত। গানটির ফাইনাল মিক্স হবে মুম্বাই এর বিখ্যাত তিতুমীর স্টুডিও তে। আর এ গানে আমেরিকার কিছু যন্ত্রশিল্পী বাজিয়েছেন। আশা করি ‘তুমিময়’ গানটিসহ এ  ছবির সকল গান শ্রোতাদের ভালো লাগবে।

তাহসান ও কোনালের ‘তুমিময়’ শিরোনামের এ গানটি লিখেছেন মাহমুদ মানজুর। গানটির সুর ও সঙ্গীত করেছেন আমেরিকা প্রবাসী নাভেদ পারভেজ। আমেরিকা প্রবাসী  নাভেদ পারভেজ। চট্রগ্রামের ছেলে  নাভেদ পারভেজ প্রবাসে থেকেই মিডিয়ার সঙ্গে জড়িত। ভারতীয় রয় চলচ্চিত্রে  কো প্রোগ্রামার হিসেবে কাজও করে সুনাম কুড়িয়েছেন তিনি।