সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলীকে আটক করেছে ভারতের করিমগন্জ ইমিগ্রেশন পুলিশ। আজ (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে গ্রফতারী পরোয়ানা জারি করা হয় চলতি বছরের আগস্ট মাসে । সেই সময় তিনি ১০ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নেয়। যেহেতু ভারতে ভিসার মেয়াদ ৯০ দিনের বেশী দেয়া হয়না সেকারনেই রাগীব আলী তার ভিসার মেয়াদ বাড়াতে ভারতের করিমগন্জ ইমিগ্রেশন অফিসে আসেন আর সেখান থেকেই তাকে গ্রেফতার করেন সেখানকার স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুগান চাকমা। মূলত তার ভিসার মেয়াদ না থাকায় করিমগন্জ ইমিগ্রেশন পুলিশ বিষয়টি বাংলাদেশের ইমিগ্রেশন অফিসে জানায়। তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দেশে অানার ব্যবস্থা নেয়া হচ্ছে। আজ দুপুর আড়াইটার দিকে তাকে বাংলাদেশে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলীর অপকর্মের বিষয় প্রকাশ পাওয়ার পরই তার বিরুদ্ধে চলতি বছরের আগস্ট মাসে জালিয়াতী ও প্রতারনা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয় তার পর থেকেই তিনি পালিয়ে ভারতে অবস্থান করছিলেন।
আপনার মতামত লিখুন :