শিশির ও ইরা সুখী দম্পতি। হঠাৎ একটি দুর্ঘটনায় শিশিরের মনে সন্দেহ দানা বাঁধে। এদিকে অফিসের কলিগ রায়হান ভালবাসে ইরাকে। গল্পের মোড় নেয় ভিন্ন দিকে। সম্প্রতি নির্মিত হলো এমনই একটি গল্পের খণ্ড নাটক নাটক ‘ইচ্ছে ঘুড়ি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফায়জুল রথি। ‘
নাটক প্রসঙ্গে সজল বলেন, অনেকদিন পর একটা ভিন্ন স্বাদের গল্পে কাজ করেছি। আশা করি নাটকটি দর্শকদের আনন্দ দেবে।
অভিনেত্রী নওশাবা বলেন, খুব মিষ্টি একটা রোমান্টিক গল্প ‘ইচ্ছে ঘুড়ি’। কিছু কিছু দৃশ্য ধারণের সময় আমি সত্যি কেঁদে দিয়েছি। আমি নিজে নাটকটি দেখার জন্য অপেক্ষা করছি।
এদিকে পরিচালক ফায়জুল রথি বলেন, আমার ‘ইচ্ছে ঘুড়ি’ অভিনয় শিল্পীরা তাদের সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। নাটকটিতে ইচ্ছে ঘুড়ি শিরোনামে একটি গান রয়েছে। গানটির কথা, সুর, কণ্ঠ দিয়েছেন মেজবাহ বাপ্পি। আশা করি দর্শকদের ভাল লাগবে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, নওশাবা, পরান, ওয়াসিম প্রমুখ। ইচ্ছে ঘুড়ি’ নাটকটি আগামী কাল শুক্রবার (২৫ নভেম্বর) মাছরাঙ্গা টিলিভিশনে সন্ধ্যা ৭:৪০ মিনিটে প্রচার হবে।
আপনার মতামত লিখুন :