আবারও আইটেম গানে কাজ করলেন মিমো। এবার সঙ্গে নেচেছেন মডেল ও অভিনেতা জন। ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে তাদেরকে দেখবেন দর্শকরা। তবে এ ছবির প্রধান আকর্ষণ শুভ-মাহি। তারাই ছবির প্রধান পাত্র-পাত্রী। এ ছবির গানে পারফর্ম করা নিয়ে মিমো বলেন, ‘ঢাকা অ্যাটাকে’র শেষ দিকের শুটিং শুরু হয়েছে এফডিসিতে। দীপংকর দীপন পরিচালিত ছবিটির আইটেম গান ‘টিকাটুলির মোড়ে’ গানের সঙ্গে আমি ও জন গতকাল নেচেছি।দিনভর কড়ইতলায় ‘টিকাটুলির মোড়ে একটি হল হয়েছে’ শীর্ষক জনপ্রিয় গানটির কোরিওগ্রাফি নির্দেশনা দেন তানজিল।
মিমো ইতিপূর্বে অভিনয় করেছেন ‘এক জবান’, ‘কিং খান’, ‘শতরূপে শতবার’, ‘মুখোশ মানুষ’ ছবিতে। ‘ঢাকা অ্যাটাক’ ছাড়াও মিমো ডি এ তায়েবের ‘সোনাবন্ধু’ ছবির আইটেমে এরআগে নেচেছেন। ছবিটি এখনো মুক্তি পায়নি।
ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মালটা’ ছবিতে জন অভিনয় করেছেন। এতে তার নায়িকা ববি। দীপালীর সঙ্গে জুটি বেঁধে ‘আমি তোমার হতে চাই’ ছবিতেও তিনি অভিনয় করেছেন।
আপনার মতামত লিখুন :