সম্প্রতি গানের জন্য সম্মাননা পেয়েছেন তরুণ সংগীতশিল্পী পাপী মনা। ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ কালচারাল রিপোর্টারস অ্যাসোসিয়েশন উদ্যোগে এ সম্মাননা দেয়া হয়।
সম্মাননা প্রাপ্তির পর পাপী মনা বলেন, ভালো লাগছে আমার স্বপ্নরা আজ আনন্দ মিছিল করছে। পুরস্কারটা আমার মা জাহানারা বেগমকে উৎসর্গ করেছি।’আমাকে পুরস্কার প্রদানের জন্য হঠাৎ এ প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক দুলাল ভাই ফোন করেন। বিসিআরএ প্রতিষ্ঠার ২১ বছরের অনুষ্ঠানে আমাকে পুরস্কার হাতে তুলে দেন রেলমন্ত্রী মজিবুল হক। এ অনুষ্ঠানের আয়োজকসহ সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জিপি মিউজিকের ‘একদিন ছোটরাও বড় কিছু হয়’ শিরোনামের গানটি মুক্তি দেয়ার পর বেশ সাড়া পান তিনি।
পাপী মনা আরো বলেন, আমার গান শ্রোতারা ভালোবেসেছে এবং পছন্দ করেছে এটাই আমার কাছে বেশি পাওয়া।
উল্লেখ্য, ২০০৮ সালে লেজার ভিশন থেকে প্রকাশ হয় তার প্রথম একক অ্যালবাম ‘তুমি আসবে’। এরপর ২০১৫ সালে একই কোম্পানি থেকে প্রকাশ পায় তার দ্বিতীয় একক ‘চাঁদের নিচে দাঁড়ায়’। এ অ্যালবামের একটি গানের শিরোনাম ‘ভুল’। অডিওর পর গানটির মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশের পর বেশ প্রশংসা পাচ্ছেন পাপী মনা।
আপনার মতামত লিখুন :