এ বছর বিশ্ব ভালোবাসা দিবসে বাজারে আসে তাহসান ও ইমরানের দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’। অ্যালবামে ৩টি করে গানে কণ্ঠ দেন দুই শিল্পী। ইমরানের সুর-সংগীত করা এ অ্যালবামের সবগুলো গানই বেশ প্রশংসিত হয়। এরমধ্যে তাহসানের গাওয়া ‘কেউ না জানুক’ গানটি অফিসিয়াল ভিডিও ছাড়াই ইউটিউবে ৩০ লাখ ভিউয়ার পেরিয়ে যায়। এবার তৈরি হলো সেই গানটির মিউজিক ভিডিও।
ভিডিওতে তাহসানের সঙ্গে অংশ নিয়েছেন ইমরান। এতে তাহসানের সঙ্গে গিটার বাজিয়েছেন তিনি। আর মডেল হয়েছেন সুজানা ও এবিএম সুমন।
মিউজিক ভিডিওটি প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমার অনেক পছন্দের গান এটি। ভিডিওটিও দুর্দান্ত হয়েছে। আমার বিশ্বাস ভক্ত-শ্রোতারা কাজটি খুব পছন্দ করবেন
ইমরান বলেন, ‘তাহসান ভাইয়ের জন্য গানটি করার অনুভূতি ছিলাম অন্যরকম। এবার তাঁর সঙ্গে ভিডিওতে অংশ নিতে পেরে আরো ভালো লাগছে।’
ভিডিওটি নির্মাণ করেছেন বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। প্রযোজনা করেছে সিডি চয়েস। গানের মিউজিক ভিডিওটি পহেলা ডিসেম্বরে সিডি চয়েসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
আপনার মতামত লিখুন :