আজ রোববার (২০ নভেম্বর) জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদে ভোটগ্রহণ করা হবে। মনোনয়ন জমার শেষ দিন ১লা ডিসেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই হবে ৩ ও ৪ ডিসেম্বর।
মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১১ ডিসেম্বরের মধ্যে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে ১২ই ডিসেম্বর। দেশে প্রথমবারের মতো ৬১ জেলার জনপ্রতিনিধিরা এই নির্বাচনে ভোট দিবেন। এর আগে স্থানীয় সরকার বিভাগ এ নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।
আপনার মতামত লিখুন :