রাজধানীর পুবাইলে নতুন একটি নাটকের কাজ শেষ হল। নাম ‘জোয়ার ভাটার ভাঙ্গা গল্প’ । জীবিকার প্রয়োজনে মানুষকে কত কিছুই না করতে হয়। শত প্রতিকুলতার মধ্যদিয়ে টিকতে হয় তাদের। এখানে কেউ সৎ উপায়ে কষ্ট সহ্য করে জীবিকা নির্বাহ করে আর কেউ টাকার লোভে নেমে যায় নিচে। আর এই সব কিছু নিয়েই ইউসুফ আলী খোকন এর রচনা ও মুন্সি মোহাম্মাদ নাজিমএর পরিচালনায় নির্মিত হচ্ছে নাটক ‘জোয়ার ভাটার ভাঙ্গা গল্প’।
‘জোয়ার ভাটার ভাঙ্গা গল্প’ নাটকে মূল চরিত্রে অভিনয় করছেন সাংস্কৃতি ব্যক্তিত্ব ও অভিনেতা তারিক আনাম খান।থিমস্ সুরমা মাল্টিমিডিয়া ও এ্যনক্রোবাল মিডিয়া ইউকে পরিবেশনায় ‘জোয়ার ভাটার ভাঙ্গা গল্প’তে অনলাইন মিডিয়া পার্টনার হয়েছে বিডি টুয়েন্টিফোর লাইভ ডটকম।
এ বিষয়ে তারেক আনাম খান বলেন, গল্পটি অসাধারণ লেগেছে। এমন গল্প খুব কম পাওয়া যায়। গল্পটি পড়েই আমি কাজ করতে আগ্রহ প্রকাশ করি। মানুষের জীবনের একটি অংশ দেখা যাবে। ‘জোয়ার ভাটার ভাঙ্গা গল্প’নাটকে আরো অভিনয় করছেন নাজিয়া খান অর্ষা, নাদিয়া, লুৎফর পলাশ, আরেফিন সোহাগ, নয়ন অভিক, সবুজ সহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :