ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টিল দ্য ইন্ড’। অ্যাপেল আহমেদের রচনায় এটি পরিচালনা করেন পার্থ পৌলিনিউস ফলিয়া। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন-অ্যাপেল আহমেদ, আফরোজ মেহরেন রিমু। প্রচারের পর বেশ সফলতা পান অ্যাপেল। তাই সামনে আরও কিছু নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে অ্যাপেল বলেন, সামনে নতুন দুটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হব। এসবের শুটিং হবে ইন্দোনেশিয়ার বালিতে। এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করব। আর সম্প্রতি ইউটিউবে ‘টিল দ্য ইন্ড’ ভিডিওটি আপলোডের পর দর্শকদেরও কাছ থেকেও বেশ সাড়া পেয়েছি।
ফিল্ম স্ট্রিট প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ শর্ট ফিল্মে একটি গানও রয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রাবণ সানী। ক্যামেরায় ছিলেন সায়েম হক।
আপনার মতামত লিখুন :