দেশে কদর ততটা না পেলেও এরইমধ্যে বলিউডে নাম কামাচ্ছেন মেকাপম্যান মনির। মনিরের মেকআপের জাদুতে এদেশের বড়মাপের তারকারা মুগ্ধ হয়েছেন। এরইমধ্যে মেকআপ ম্যান হিসেবে `খোঁজ দ্য সার্চ`, `সুইটহার্ট`, `আমার আছে জল`, `দ্য স্পিড`, `মিশন আমেরিকা`, `সম্রাট, দ্য কিং ইজ হেয়ার` ছাড়াও আরো অনেক ছবিতে কাজ করেছেন। করেছেন সাকিব আল হাসানের সাথেও কাজ।
ক্রমাগত বলিউডের দিকে ঝুঁজকে পড়েছেন মনির। সেখানেও তার কদর দিন দিন বেড়ে চলছে। বলিউডে মনির অনেক জনপ্রিয় অভিনেতাদের সাথে কাজ করেছেন। মেক আর্টিস্ট হিসেবে যোগ দিয়েছিলেন অমিতাভ বচ্চন অভিনীত পিকু ছবির সেটে। সেখানে ইরফান খানের পারসোনাল মেক আপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। ওএমজি ছবিতে মেক আপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের সাথে।
মনির বলেন, দেশের বাইরে কাজ করে প্রশংসা পেয়েছি। দেব ও কোয়েল মল্লিককেও মেক আপে কাজ করেছি। যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ তে অংকুশ ও শুভশ্রীর মেক আপ আর্টিস্ট হিসেবে কাজ করেছি। আগামী ডিসেম্বরে সানি লিওনের মেক আপ আর্টিস্ট হিসেবে যোগ দিতে মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন তিনি। মনির হোসেনের বন্ধু অলক দত্ত শাহরুখ খানের মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন। অলকের মাধ্যমেই সানি লিওনের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরেই মুম্বাই যাচ্ছেন বাংলাদেশের মনির।
আপনার মতামত লিখুন :