‘চিরকুটের শব্দ’ টেলিফিল্মে প্রথমবারের মতো জুটিবদ্ধ হলো মিথিলা ও সিয়াম। বিরহী মাল্টিমিডিয়ার প্রযোজনায় প্রথমবারের মতো একসঙ্গে টেলিফিল্মে কাজ করলেন মিথিলা ও সিয়াম। আসাদুজ্জামান সোহাগের রচনা ও মো. মেহেদী হাসান জনি’র পরিচালনায় ‘চিরকুটের শব্দ’ টেলিফিল্মে মিথিলা অভিনয় করেছেন জারা চরিত্রে এবং সিয়াম অভিনয় করেছেন আদি চরিত্রে।
সম্পূর্ণ ভিন্নধরনের রোমান্টিক গল্প নিয়েই মূলত এ নাটকের কাহিনী আবর্তিত হয়েছে বলে জানান নির্মাতা। নাটকটি সম্পর্কে জনি বলেন, আমি সব সময় চেষ্টা করি ভিন্ন কিছু করার জন্য। আমার কাজে সব সময় নতুনত্ব থাকে। মিথিলা ও সিয়াম এই প্রথম একসঙ্গে অভিনয় করেছেন। আমি আশা করি দর্শকরা নতুন এই জুটিকে সাদরে গ্রহন করবেন।
সম্প্রতি ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। মিথিলা ও সিয়াম ছাড়া টেলিফিল্মেটিতে আরও অভিনয় করেছেন-সিয়াম নাছির,তালহা,বিরহী মোক্তার,নূর হাসানসহ আরও অনেকে। খুব শীঘ্রই টেলিফিল্মেটি যে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
আপনার মতামত লিখুন :