আগামীকাল (১৩ নভেম্বর) প্রয়াত নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন। সে উপলক্ষে নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। প্রতি বছর হুমায়ূন আহমেদের জন্মদিনের দিনটিকে হিমু দিবস হিসেবে উদযাপন করা হয়। তাই প্রতি বছরের মতো এবারও ঢাকার তেজগাঁওস্থ চ্যানেল আই চেতনা চত্বরে পালিত হবে হিমু মেলা।
হিমু মেলার আয়োজনে থাকবে গান, আবৃত্তি, নৃত্য, চিত্রাঙ্কন, স্মৃতিচারণ ও নাটক পরিবেশনা। রোববার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি দেখাবে চ্যানেল আই।
এ উপলক্ষে শনিবার (১২ নভেম্বর) সকালে চ্যানেল আই ছাদবারান্দায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন মেলা উদযাপন কমিটির সভাপতি অন্যপ্রকাশের স্বত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম, হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও চ্যানেল আইয়ের কর্তাব্যক্তিরা। প্রতিবারের মতো এ বছরও দিনটি সকলে মিলে আনন্দঘন পরিবেশে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন :