জনপ্রিয় অভিনয়শিল্পী আবদুন নূর সজল ও ঊর্মিলা শ্রাবন্তী কর সম্প্রতি একটি এক ঘন্টার নাটকে অভিনয় করেছেন। নাটকটির নাম হলো ‘গল্প হলেও সত্যি’। ভালোবাসার কাহিনী নির্ভর একটি নাটক। নাটকটি রচনা করেছেন অদ্রিয়ান অভি ও পরিচালনা করেছেন নির্মাতা এহসান এলাহী বাপ্পী।
অপু সুমাইয়া কে ছোট বেলা থেকে ভালবাসে। কিন্তু কোন দিন তাকে বলতে পারেনি। সে ছোট বেলার ভালবাসা মনের মদ্ধে রেখে দেয়, এদিকে সুমাইয়ার চাচাতো বোন সুপ্তি কে দিয়ে অপু চিঠি আদান প্রদান করতো। সুপ্তি যে স্কুলে পড়ালেখা করতো সে স্কুলের ২৫ বছর পুরতি অনুষ্ঠানের যাবার কথা থাকে সুপ্তি ও সুমাইয়ার অপু চিন্তা করে ওই স্কুলে গেলে হয়তো সে সুমাইয়া কে পাবে এবং সে সকাল বেলা চিটাগাং যাবার জন্য বের হয় এর পর ঘটতে থাকে সব ঘটনা। এমন একটি কাহিনী নিয়ে নির্মাণ হয়েছে নাটক ‘গল্প হলেও সত্যি’।
নাটকটি নিয়ে সজল বলেন, বেশ ভালো গল্পের একটি কাজে অভিনয় করেছি। আমার বিশ্বাস, নাটকের শেষ পর্যন্ত অপেক্ষা করবে দর্শক। নাটকটিতে উর্মিলাও বেশ ভালো কাজ করেছে। নাটকটি আজ শুক্রবার এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে।
আপনার মতামত লিখুন :