আগামী ১৫ই নভেম্বর নবাবের জন্য ঢাকা আসছেন শুভশ্রী। ‘প্রেম কি বুঝিনি’ ছবির পর সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় নতুন ছবি ‘নবাব’ এ চুক্তিবদ্ধ হন শুভশ্রী। এতে তার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন ঢালিউড কিং শাকিব খান।
শুভশ্রী ১৫ নভেম্বর ঢাকায় এসে একদিন পরেই অাবার শুটিংয়ের জন্য কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করবেন । সেখানে শাকিব খানের সাথে টানা কাজ করবেন ‘নবাব’ ছবির। কক্সবাজারে টানা কয়েকদিন শুটিং শেষে কলকাতা ও থাইল্যান্ডে ছবির বাঁকী কাজ শেষ হবে বলে জানা যায়।
এই প্রথম শাকিবের সঙ্গে শুভশ্রী জুটি হয়ে কাজ করতে যাচ্ছেন। আসছে ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেবার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ।
‘নবাব’ ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশ থেকে আব্দুল আজিজ ও ভারতের জয়দেব। ছবির চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে। ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মেঘলা, অমিত হাসান, শিবাশানু, রেবেকা এবং কলকাতার রজতাভ দত্ত।
আপনার মতামত লিখুন :