সেন্সরে ছাড় পেলো ‘আমি তোমার হতে চাই’


Sharif Khan প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০১৬, ৪:৪৫ PM / ১৫৮
সেন্সরে ছাড় পেলো ‘আমি তোমার হতে চাই’

সেন্সরে ছাড়পত্র পেলো পরিচালক অনন্য মামুনের ছবি ‘আমি তোমার হতে চাই’। আগামী ৬ নভেম্বর ছবিটিকে বিনা কর্তনে সেন্সর দেয়া হয়। ‘আমি তোমার হতে চাই’ ছবিটি লাইভ টেকনোলজিস এর প্রযোজিত প্রথম ছবি। এই প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার ইয়াছির আরাফাত বলেন, ছবিটি এ বছর যে কোন শুভদিনে মুক্তি দেওয়া হবে।

আর ছবির পরিচালক অনন্য মামুন ছবির কাহিনী প্রসঙ্গে বলেন, একজন গ্যাংস্টারের বদলে যাওয়া জীবন নিয়ে এই ছবির গল্প এগিয়ে গেছে। সম্পূর্ণ পারিবারিক একটি ছবি এটি। আশা করছি দর্শকরা পছন্দ করবেন।

এ ছবিতে অভিনয় করেছে বাপ্পি, মীম, জন, দীপালি, মিশা সওদাগর সহ আরো অনেকে। ‘আমি তোমার হতে চাই’ ছবির একটি আইটম গানের মডেল হয়েছেন বলিউডের আইটেম কন্যা রাখি সাওয়ান্ত।

ছবিটিতে সঙ্গীত আয়োজন হাবিব ওয়াহিদ,শফিক তুহিন, আহম্মেদ হুমায়ন, নাভেদ পারভেজ ও অধ্যয়ন-রূপক। আর গানে কন্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, মমতাজ, আহম্মেদ হুমায়ন, তাসিন,শত্রু জিৎ, রশ্মি দে ও এসকিন। এছাড়া নৃত্য পরিচালক হিসেবে আছেন তানজিল ও আরিফ-রোহান।