আসিফ-অধরার ‘পাগলের মতো ভালোবাসি’


Sharif Khan প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০১৬, ৩:৫৬ PM / ৪৪৬
আসিফ-অধরার ‘পাগলের মতো ভালোবাসি’

প্রিয়াঙ্কা শুটিংস্পটে আবারো শুরু হয়েছে নতুন ছবি `পাগলের মত ভালোবাসি`ছবির শুটিং। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা শাহীন সুমন। এর আগে এ বছরের ফেব্রুয়ারী মাসে এ ছবির চারটি গান দেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত করা শেষ হয়েছে। এবার পুরোদমেই ছবির কাজ শেষ করতে চান নির্মাতা শাহীন সুমন।

সবকিছু ঠিক থাকলে রানা মাল্টিমিডিয়া প্রযোজিত `পাগলের মত ভালোবাসি` ছবিটি চলতি বছরের শেষে মুক্তি পাবে এমনটাই প্রত্যাশা নির্মাতা শাহীন সুমনের। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত্বব্য এ ছবিতে অভিনয় করছেন চিত্রনায়ক সুমিত ও আসিফ নূর এবং নবাগতা নায়িকা অধরা খান।

ছবিটি প্রসঙ্গে নায়িকা অধরা খান বলেন, শাহীন সুমন ভাইয়ার মতো গুণী পরিচালকের ছবিতে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। `ক্যারিয়ারের শুরুতেই এমন একটি ছবিতে কাজ করছি সত্যিই অসাধারন। আশা করছি ভালো একটি ছবি দর্শকদের উপহার দিতে পারবো।`

ত্রিভুজ প্রেমের এ ছবিতে তিন নায়ক-নায়িকা ছাড়াও খলনায়ক হিসেবে থাকছেন মঞ্চ ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জয় রাজ। তাকে এ ছবির প্রধান খলনায়ক হিসেবে দেখা যাবে।