সম্প্রতি তরুন নির্মাতা বর্ণ চক্রবর্তী একটি মিউজিক ভিডিও বানিয়েছেন যার নাম ‘একটা গল্প’। গানটি লিখেছেন গীতিকার সোমেশ্বর অলি। ‘একটা গল্প’ গানটিতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেলাল খান ও মেরী। গানটির সার্বিক সংগীতায়োজন করেছেন বেলাল খান।
গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, খুব যত্নের সাথে গানটি আমি আর মেরী গেয়েছি। আশা করছি গানটি দর্শকদের মন মাতাবে এবং এর মিউজিক ভিডিওটি ও দর্শকরা বেশ পছন্দ করবেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে নির্মাতা বর্ন চক্রবর্তী বেশ যত্নের সাথে গানটি নির্মান করেছেন। মুন্সিগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটি করা হয়। মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন এ কে আজাদ ও নীলাঞ্জনা নীলা। এছাড়া গানটির ভিডিওচিত্রে বেলাল খান ও মেরীও আছেন। এটি প্রযোজনা করেছে মোবাইল ভাস প্রোভাইডার প্রতিষ্ঠান অ্যাডবক্স বাংলাদেশ লিমিটেড।
নির্মাতা বর্ন চক্রবর্তী ৬ বছর ধরে নির্মাণ করছেন অসংখ্য মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র। এর আগেও একসঙ্গে কাজ করেছেন বর্ণ চক্রবর্তী ও বেলাল খান।এছাড়া, হিউজ স্টুডিও-এর ব্যানারে গত ৪ বছর ধরে নবীনদের সঙ্গে অভিজ্ঞ শিল্পীদের সমন্বয়ে ‘বর্ণ উইথ কালারস’ শিরোনামে নিয়মিত সিরিজ অ্যালবাম প্রকাশ করছেন বর্ণ চক্রবর্তী।
সম্প্রতি ‘বর্ণ উইথ কালারস ভলিউম-৪’ অ্যালবামটি প্রকাশিত হয়েছে। এ সিরিজের পঞ্চম আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে। শিগগিরই অ্যালবামটি শ্রোতাদের হাতে পৌছাবে বলে জানালেন এ তরুন নির্মাতা।
উল্লেখ্য, গেল রমজান মাসে ‘ক্ষমা করে দাও’ শিরোনামে ইসলামিক গানের একটি অ্যালবামেরও সঙ্গীতায়োজন করেছেন বর্ণ চক্রবর্তী। এই অ্যালবামের সবকটি গান গেয়েছেন আপন আহসান। সেখান থেকে ৭টি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেন বর্ণ চক্রবর্তী।
আপনার মতামত লিখুন :