তমা মির্জার নতুন ছবি ‘কে’


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০১৬, ৫:৪২ PM / ২৫৬
তমা মির্জার নতুন ছবি ‘কে’

অভিনেত্রী তমা মির্জা ‘কে’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তার বিপরীতে নায়ক হিসেবে এ ছবিতে থাকছেন শাহরিয়াজ। দ্বিতীয়বারের মতো শাহরিয়াজের সাথে কাজ করবেন তমা। ছবিটি নিয়ে বেশ উচ্ছসিত তিনি। ছবিটির কাহিনী ও পরিচালনা করেছেন আলম আশরাফ।

এ ছবিটি প্রসঙ্গে তমা মির্জা বলেন, ছবির কাহিনীটা আমার বেশ পছন্দ হয়েছে। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন শাহরিয়াজ। আর পরিচালক আলম আশরাফের সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করি সব মিলিয়ে কাজটি ভালোভাবেই শেষ করতে পারবো।

tama mirza

বেশ কয়েক বছর ধরে নিউইয়র্কে রয়েছেন তমা। তবে সম্প্রতি একটি রিসার্চের কাজে দেশে ফিরেন তিনি। বস্তিতে থাকা মানুষের উপর একটি অনুসন্ধানী রিপোর্ট লেখার কাজে এসে পরিচয় হয় এক চটপটিওয়ালার সাথে। এরপর বস্তির বিভিন্ন শ্রেনীর লোকদের পাশাপাশি ওই চটপটিওয়ালার সঙ্গে বেশ সখ্যতা তৈরি হয়। এরপর ঘটতে থাকে নানান ঘটনা। এমনই একটি গল্প নিয়ে এগিয়ে যাবে ‘কে’ ছবির কাহিনী।

আগামী ১৩ই নভেম্বর প্রয়াত জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্ম দিন । তাই তাকে উৎসর্গ করে সেদিন থেকেই মিরপুরের এক বস্তিতে সেট ফেলে এই ছবির কাজ শুরু হবে। নীল নক্ষত্র প্রোডাকশন হাউজের ব্যানারে এ ছবিতে আরও অভিনয় করবেন শিমুল খান।

উল্লেখ্য, তমা মির্জা এর আগে শাহরিয়াজের সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’ ছবিতে। এ ছবির এখনও বেশকিছু কাজ বাঁকী রয়েছে। খুব শিগগিরই এ ছবিটিও মুক্তি পাবে।