র‌্যাব পরিচয়ে প্রকৌশলীকে তুলে নিলো দুবৃত্তরা


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০১৬, ৩:৪৫ PM / ১২৬
র‌্যাব পরিচয়ে প্রকৌশলীকে তুলে নিলো দুবৃত্তরা

রাজধানীর উত্তরা এলাকার একটি বাসা থেকে মনসুর আহমেদ নামের একজন প্রকৌশলীকে র‌্যাবের পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে সাদা পোশাকের লোকজন । শনিবার গভীর রাতে উত্তরার ১৬ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির সি-১ নম্বর ফ্ল্যাট থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

তার পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ৪টার দিকে দুর্বৃত্তরা ৪/৫ প্রকৌশলীর বাসায় এসে নিরাপত্তাকর্মীকে গেট খুলতে বলে। এদের মধ্যে দুজন র‌্যাবের পোশাক পড়া ছিল। নিরাপত্তাকর্মী র‌্যাবের লোক ভেবে গেট খুলে দিলে প্রকৌশলী মনসুরের বাসার দরজা ধাক্কাধাক্কি করে তারা। না খুললে দরজার লক ভেঙ্গে ভেতরে ঢুকে টেনে হিচড়ে হাতে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাওয়া হয় মনসুরকে। পরদিন সকালে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ জিডি নিতে গড়িমসি করে। পরে অবশ্য জিডি নেয় পুলিশ।

জানা যায়, মনসুর আহমেদ সিটি কর্পোরেশনে প্রকৌশলি হিসেবে কর্মরত ছিলেন। গত মে মাসে তাকে চাকরিচ্যুত করা হয়। কারও সঙ্গে বিরোধ ছিল না তার। এখন পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন মনসুর। মনসুরের খোঁজ পেতে থানা ও র‌্যাব কার্যালয়ে ধরনা ধরছেন তার স্বজনরা ।