আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। আগামী তিন বছরের জন্য তিনি এ পদে নির্বাচিত হলেন। রোববার দলের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলের প্রধান সম্পাদক হিসেবে ঘোষনা দেন।
সর্বসম্মতিক্রমে আর কোনো প্রতিদ্বন্দী না থাকায় তাকেই সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। এদিকে বিদায়ী সৈয়দ আশরাফ ও এ সম্মতিকে স্বাগত জানিয়েছেন। ওবায়দুল কাদের বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়ীত্ব পালন করছিলেন। তাকে পেয়ে বেশ উচ্ছসিত দলের সকল নেতাকর্মী।
উল্লেখ্য, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার বড় রাজাপুর গ্রামে ১৯৫২ সালের পহেলা জানুয়ারি জন্ম গ্রহন করেন ওবায়দুল কাদের। তিনি কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই তিনি প্রেসিডিয়াম সদস্য হিসেবে একাধিকবার নির্বাচিত হন।
আপনার মতামত লিখুন :