শারদীয় দূর্গাপূজায় শুরু হয়েছিলো প্রিন্স বাজারের সকল আউটলেটে সোনায় সোহাগা অফার। এখনও চলছে অফারটি। মাত্র ২০০০ টাকার যে কোনো কেনাকাটায় আপনি পাচ্ছেন একটি লাকি কূপন।
সেখানে জিতে নিতে পারেন স্বর্নালংকার। প্রথম পুরস্কার-২ ভরি সোনা, দ্বিতীয় পুরস্কার-১ ভরি সোনা ও তৃতীয় পুরস্কার-১ টি ডায়মন্ড রিং। আরও রয়েছে ২০ টি বিশেষ পুরস্কার।
এছাড়া রয়েছে বিভিন্ন পন্যে হরেক রকম ছাড়! কিছু বিশেষ পন্যে রয়েছে ৫০% ছাড় ও যারা প্রিন্স বাজারের কার্ড হোল্ডার তাদের জন্য আছে ১০% ছাড়।
প্রিন্স বাজারের সকল আউটলেটে পাবেন এই অফার। এই অফার চলবে আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত। আর দেরী না করে চলে আসুন এখনই । আগামী ১৭ই নভেম্বর লটারীর ড্র অনুষ্ঠিত হবে প্রিন্স বাজারের প্রধান শাখা মিরপুরে সকাল ১১টায়।
আপনার মতামত লিখুন :