প্রাঙ্গণেমোর-এর বিশেষ তথ্যচিত্র ও নাট্য প্রদর্শনী


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০১৬, ৬:৩৫ PM / ১৪৩
প্রাঙ্গণেমোর-এর বিশেষ তথ্যচিত্র ও নাট্য প্রদর্শনী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ২১ অক্টোবর উদ্বোধনী দিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের নিরীক্ষাধর্মী কাব্যনাটক ‘ঈর্ষা’। দলের ৮ম প্রযোজনায় বাংলাভাষার বিশিষ্ট নাট্যকার সৈয়দ শামসুল হক-এর  লেখা এ নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা।

উল্লেখ নাটকটিতে সংলাপ মাত্র ৭টি এবং চরিত্র ৩টি। নাটকটির সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং সবচেয়ে ছোট সংলাপটি ১৬ মিনিট ব্যপ্তিকালের। এ রকম কাঠামোতে নাটক লেখার নিরীক্ষা এর পূর্বে বাংলা ভাষায় হয়নি এই কথাটি সন্দেহাতীতভাবেই বলা যায়।

ঐ দিন নাটক শুরুর আগে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে নিয়ে ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদল নির্মিত বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হবে।  ‘মোহরঝরা সোনার কলমওয়ালা একজন’ শিরোনামের এ তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন সৈয়দ শামসুল হকের সহধর্মনী বিশিষ্ট লেখিকা সৈয়দ আনোয়ারা হক এবং তার সোণিত প্রবাহের ধারক দ্বিতীয় সৈয়দ হক।

তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে সৈয়দ শামসুল হকের সাক্ষাৎকারের পাশাপাশি তার সাহিত্যকর্ম ও ব্যক্তিজীবন।