এবং প্রতিবেদক : সুপ্রিমকোর্টে এসেছেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ রবিবার সকাল ৮টা ১০ মিনিটে সুপ্রিমকোর্টে প্রবেশ করেন প্রধান বিচারপতি। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুপ্রিমকোর্টের রেজিস্টার অফিস কার্যালয়।
সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতিকে সংর্বধনা দেন সুপ্রিমকোর্ট আইনজীবী ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
গতকাল শনিবার সন্ধ্যায় দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতিরা, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারকসহ অন্যান্য পদস্থরা উপস্থিত ছিলেন।
এবং/শাজা/ডেস্ক
আপনার মতামত লিখুন :