নির্বাচনে অংশ নিতে সরকারকে খালেদা জিয়ার ৬ শর্ত


Sharif Khan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০১৮, ৩:৫৮ PM /
নির্বাচনে অংশ নিতে সরকারকে খালেদা জিয়ার ৬ শর্ত

সংবাদপ্রবাহ ডেস্ক :  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানের সভায় সরকারকে ৬টি শর্ত দিয়েছেন। শর্ত মেনে নিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে বিএনপি।আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় খালেদা জিয়া এ শর্ত তুলে ধরেন।

বেগম জিয়া বলেন, মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন হতে হবে নির্বাচনের মাধ্যমে। নির্বাচনে অংশ নিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর দেওয়া শর্তগুলো হলো:
১.  নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে,
২.  ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে, সেনাবাহিনী মোবাইল ফোর্স হিসেবে কাজ করবে,
৩. ভোটের জন্য ইভিএম/ডিভিএম ব্যবহার করা যাবে না,
৪.  ভোট হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে,
৫.  জনগণকে ভোটকেন্দ্রে আসার মতো পরিবেশ তৈরি করতে হবে,
৬. ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে,

সভায় ৬ শর্ত দেওয়ার পর খালেদা জিয়া নির্বাহী কমিটির সদস্যদের কাছে জানতে চান তারা এর সঙ্গে একমত কি না। এ সময় নির্বাহী কমিটির সদস্যরা উচ্চ স্বরে বলেন আমরা একমত।