সংবাদপ্রবাহ ডেস্ক : ফ্রান্সের দক্ষিণাঞ্চলে দেশটির সেনাবাহিনীর দুটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এছাড়াও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারের ষষ্ঠ আরোহীর খোঁজে তল্লাশি শুরু করেছেন।
সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের সেন্ট ত্রোপেজ শহরের কাছের কারসিস হ্রদে সেনাবাহিনীর ওই দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে কী কারণে হেলিকপ্টার বিধ্বস্তের এ ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়।
দেশটির কর্মকর্তারা বলছেন, দুটি হেলিকপ্টারই সামরিক ফ্লাইং স্কুল ইয়ালাতের। এই স্কুলটি সেনাবাহিনীর পাইলটদের প্রশিক্ষণ ও অন্যান্য সামরিক সেবা দিয়ে থাকে।
আপনার মতামত লিখুন :