চট্রগ্রামে স্বামী হত্যা, স্ত্রী পলাতক


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০১৬, ১২:২৫ PM / ১৩৮
চট্রগ্রামে স্বামী হত্যা, স্ত্রী পলাতক

চট্রগ্রামে স্বামীর বস্তাবন্দি মরদেহ রেখে পালিয়ে গেছে এক পাষন্ড স্ত্রী। নগরীর কোতোয়ালী থানার টেরিবাজার এলাকার আফিম গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। মৃত ব্যাক্তির নাম অঞ্জন ধর তবে তার স্ত্রী পলাতক রয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আফিম গলির নেপালবাবুর ভবনের পঞ্চম তলায় মরদেহটি পাওয়া যায়।
অঞ্জন ধর নগরীর হাজারীগলির একটি স্বর্ণ দোকানের কর্মচারী ছিলেন।

কোতোয়ালী থানার ওসি (তদন্ত) নুর মোহাম্মদ ঘটনাটি নিশ্চিত করে বলেন , অঞ্জন ধরের শ্যালক বাবুল ধরও একই স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে। সকালে বাবুল ধর পুলিশকে জানায় তার দুলাভাই মারা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি পায়।

২-৩ দিন আগে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ থেকে রক্ত বের হচ্ছে। তবে বস্তাটি এখনো খোলা হয়নি। থানার ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে স্ত্রী স্বামীকে খুন করে দেহটি বস্তাবন্দি করে পালিয়ে গেছে। কী কারণে বা কীভাবে খুন করা হয়েছে তা এখনো জানা যায়নি। বাবুল ধরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।