পদত্যাগ করেছেন বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা


Sharif Khan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০১৮, ১২:৩৭ PM /
পদত্যাগ করেছেন বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা

এবং প্রতিবেদক :   সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। এর আগে অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল ওয়াহ্হাব মিঞা।

রাষ্ট্রপতির কাছে লেখা পদত্যাগপত্রে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা লিখেছেন, অনিবার্য ব্যক্তিগত কারণবশতঃ সুপ্রীমকোর্টের আপীল বিভাগের বিচারক পদ হইতে এতদ্বারা পদত্যাগ করিলাম। অনুগ্রহপূর্বক আমার এই পদত্যাগপত্রখানা গ্রহণ করিয়া আমাকে বাধিত করিবেন। নিয়ম অনুযায়ী, চলতি বছরের ১০ নভেম্বর অবসরে যাওয়ার কথা ছিল বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার।

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের পর আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি হিসেবে আবদুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে তার পরের অবস্থানে থাকা বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে গতকাল প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

এবং/এম/ডেস্ক