শুরু হলো নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’র শুটিং। টানা ২৬ অক্টোবর পর্যন্ত এফডিসিতে এ ছবির শুটিং চলবে। ফলে আবারো কর্মচঞ্চল হয়ে উঠেছে এফডিসি। বিশাল বাড়ির সেট ফেলে এফডিসির ২নং ফ্লোরে কাজ চলছে ‘ভালো থেকো’ ছবির।
‘ভালো থেকো’ ছবিটি একটি প্রেম কাহিনী নির্ভর ছবি। এ ছবিতে এই প্রথম জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও তানহা তাসনিয়া। এ প্রসঙ্গে ছবির নায়িকা তানহা তাসনিয়া বলেন, এই প্রথম নায়ক আরেফিন শুভর সাথে একটি ছবিতে অভিনয় করছি। আমি বেশ আশাবাদী ছবিটি নিয়ে। আমার বিশ্বাস দর্শকরাও ছবিটি বেশ পছন্দ করবেন।
দি অভি কথাচিত্র প্রযোজিত এই ছবিতে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, তানিন, রেবেকা, এম এ শহীদ এবং একটি বিশেষ চরিত্রে আসিফ ইমরোজ।
আপনার মতামত লিখুন :