পণ্যের প্রচারণায় জনপ্রিয় ফ্যাশন হাউস এক্সট্যাসি নতুন মডেলের সন্ধানে একটি ঘোষনা দিয়েছে। জনপ্রিয় এই ফ্যাশন হাউস খুঁজছে নতুন মুখ সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে।
বয়স ১৯ থেকে ২৮ এর মধ্যে হলেই স্মার্ট এবং সুদর্শন তরুণ-তরুণী অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়। সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইনস্টাগ্রামের টাইমলাইনে এক্সট্যাসির পোশাকে নিজের ফটো তুলে প্রকাশ করতে হবে। অংশগ্রহণের জন্য অনলাইনে ছবি প্রকাশের সাথে লিখতে হবে #castmextc ev #ecstasy ।
এক্সট্যাসির শীর্ষ নির্বাহী ও ডিজাইনার তানজিম হক বলেন “এক্সট্যাসির নির্বাচিত নতুন মডেলরা শীতের পণ্যের ফটোশ্যুটে অংশ নেবেন। শুরুতে গ্রুমিং এর জন্য ১০ জন তরুণ-তরুণীকে নির্বাচিত করে একজন করে পুরুষ ও নারী মডেল নির্বাচিত হবে মূল পর্বে।
এক্সট্যাসির মডেল হতে ৩১ অক্টোবরের মধ্যে ছবি পাঠাতে হবে। নির্বাচিত হওয়া নতুন মুখের দুজন মডেল পাশ্চাত্য পোশাকের সাবলীল উপস্থাপনায় এক্সট্যাসির নতুন ফটোশুট্যের প্রতিনিধিত্ব করবেন ।
আপনার মতামত লিখুন :