মাননীয় তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ঃ শাকিব


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০১৬, ২:১০ PM / ১৪৮
মাননীয় তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ঃ শাকিব

সম্প্রতি বেশকিছু অনলাইন একের পর এক মিথ্যা সংবাদ প্রচার করে যাচ্ছে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে। তার থেকে অনুমতি ও কথা না বলেই এসব নিউজ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ কারনেই তিনি অনলাইন নীতিমালায় তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন,

‘মাননীয় তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। অনলাইন নিউজ পোর্টালের একটি নীতিমালা করা প্রয়োজন এবং তা দ্রুত কার্যকরের পদক্ষেপ নিন। সাধারণ দর্শকদের বিভ্রান্তিকর নিউজ থেকে বাঁচান, এতে আমাদের সম্মানও বাঁচবে।’

শাকিব খান তার অভিযোগ সম্পর্কে বলেন’ তার সাথে কথা না বলেই প্রায় সময় এমন নিউজ দেয়া হচ্ছে যে তিনি নতুন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন তাঁর বিপরীতে অভিনয় করছেন নতুন পুরাতন নায়িকারা। ‘বিশ্বস্ত সূত্রে’র কথা বলে এসব নিউজ প্রচার করা হচ্ছে। এমন বিরক্তিকর নিউজ প্রকাশ না করতে তিনি আহবান করেছেন নতুন নতুন গড়ে উঠা অনলাইন গুলোকে। এই অনলাইন গুলোর মালিকদের ও সচেতন হতে অনুরোধ জানিয়েছেন তিনি।

এসব সংবাদ সাধারণ দর্শকদের মধ্যে এক ধরনের বিভ্রান্ত্রি তৈরি করছে বলে মনে করেন শাকিব। অনলাইন গণমাধ্যমে দায়িত্বহীন খবর প্রচারের সমালোচনা করে শাকিব আরো বলেন, ‘যারা গঠনমূলক নিউজ করে তাদের সাথে তার নিয়মিত যোগাযোগ আছে। শিল্পীর কাছ থেকে না জেনে তথাকথিত নির্ভরযোগ্য সূত্র দিয়ে খবর প্রকাশ করতে তিনি আপত্তি জানিয়েছেন।