শেরপুরে বন্য হাতির আক্রমণে নিহত ৩


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০১৬, ১২:৫৭ PM / ১৪৯
শেরপুরে বন্য হাতির আক্রমণে নিহত ৩

শেরপুরে বন্য হাতির আক্রমণে তিনজন নিহত হয়েছেন। শেরপুর জেলার ঝিনাইগাতীতে ভারতীয় বন্য হাতি প্রবেশ করায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শতাধিক বন্য হাতি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ঝিনাইগাতি উপজেলার পানবর, দুধনই এলাকায় প্রবেশ করে। সন্ধ্যায় হাতির দল প্রায় ১৫ হেক্টর জমির ধান নষ্ট করে ও ঘর বাড়ি পিষিয়ে দেয়।

শত শত মানুষ লাঠিসোটা ও ঢাকঢোল পিটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করতে থাকে। এসময় হঠাৎ হাতির দল গ্রামবাসীর উপর চড়াও হয়। প্রাণে বাঁচতে স্থানীয়রা হুড়োহুড়ি করে দৌঁড়াতে থাকলে কৃষক জহুরুল মাটিতে পড়ে গেলে হাতির দল তাকে পিষ্ট করে মেরে ফেলে।

অন্যদিকে হাতির দল বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙে টেনেহেচরে আব্দুল হাই ও আয়তুন নেছাকে মেরে ফেলে। ওই শতাধিক হাতির দলটি এখনও এলাকাতেই অবস্থান করছে বলে জানা গেছে। সীমান্তবর্তী ওই এলাকায় মানুষের মাঝে হাতি আতঙ্ক বিরাজ করছে।

নিহতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার পানবর গ্রামের জহুরুল (৪৫), সুন্নত আলীর স্ত্রী আয়তুন নেছা বেলু মাও (৩২) ও দুধনই গ্রামের আয়তুল্লার ছেলে আব্দুল হাই (৫৫)।