ম্যানইউ ও চেলসির হার


Sharif Khan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০১৮, ৮:৫৩ AM /
ম্যানইউ ও চেলসির হার

- ম্যানইউ ও চেলসির হারসংবাদপ্রবাহ ডেস্ক :  প্রিমিয়ার লিগের বড় দুই দল একই দিনে হার সঙ্গী করেছে। নিজেদের মাঠে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হেরেছে চেলসি। টটেনহামের মাঠে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে চেলসি। ৫১, ৬৪ ও ৬৭ মিনিটে গোল তিনটি করেন বোর্নমাউথের উইলসন, স্টানিসলাস ও আকে।

অন্যদিকে ওয়েম্বলিতে ম্যাচের ১১ সেকেন্ডেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। গোলটা করেন টটেনহামের এরিকসন। ২৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ইউনাইটেডের জোন্স। শেষ পর্যন্ত এই দুই গোল আর শোধ করতে পারেনি অতিথিরা।

- ম্যানইউ ও চেলসির হার

২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫০ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি।