সিরিয়ায় বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ২৫জন । সিরিয়ার আলেপ্পো শহরে বিমান হামলার এ ঘটনা ঘটে। আর এ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আজ বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান ওবজারভেটরি ফর হিউমান রাইটস বলেছে, মঙ্গলবারের বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এছাড়াও কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পর্যবেক্ষণকারী ঐ সংস্থা বলেছে, রাশিয়ার যুদ্ধ বিমান তথাকথিত বাঙ্কার বাস্টার্স ও অন্যান্য বোমা ছুড়েছে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফ্রান্স সফরের পরিকল্পনা বাতিল হওয়ার পর এই বিমান হামলা চালানো হলো।
সোমবার ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ রাশিয়ার কর্মকর্তাদের বলেছেন, আলেপ্পোতে বোমা হামলা করার কারণে রাশিয়া যুদ্ধাপরাধে অভিযুক্ত হতে পারে।
চলতি মাসের শেষের দিকে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদেঁর সঙ্গে বৈঠকে বসার কথা ছিল ভ্লাদিমির পুতিনের। কিন্তু বৈঠকে শুধু সিরিয়ার বিষয়ে কথা হবে-ফ্রান্স এমন কথা জানানোর পর বৈঠকটি ভেস্তে যায় বলে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্সিয়াল সূত্র।
আপনার মতামত লিখুন :