শুরু হলো জাতীয় ফার্নিচার মেলা


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০১৬, ৮:৫৫ PM / ১৮২
শুরু হলো জাতীয় ফার্নিচার মেলা

আজ থেকে শুরু হলো জাতীয় ফার্নিচার মেলা ইন্টারন্যাশনাল কনভেনশন সি‌টি বসুন্ধরায় । পাঁচদিনব্যাপী চলবে এই ১৩তম জাতীয় ফার্নিচার মেলা। মঙ্গলবার সন্ধ্যায় এই মেলার উদ্ধোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়াতুল্লাহ আল মামুন। এবারের মেলায় দেশের শীর্ষস্থানীয় ২৬টি ফার্নিচার উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়াতুল্লাহ আল মামুন বলেন, জাতীয় ফার্নিচার মেলার প্রধান উদ্দেশ্য দেশীয় ফার্নিচারের প্রচার এবং দেশি ও বিদেশি ক্রেতাদের ফার্নিচার পণ্যের গুণগত মান সম্পর্কে অবহিত করা।

তিনি আরো বলেন, প্রতিবছর আমাদের দেশের ফার্নিচার বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। ভবিষ্যতে এই খাতকে আরো বেশি শক্তিশালী করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের দিকেও নজর রাখতে হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় বিনামূল্যে প্রবেশ করা যাবে। এই মেলা চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।