এক পর এক চমক দিচ্ছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। কিছুদিন আগে জালালের গল্প ছবির নির্মাতা আবু শাহেদ ইমনের ছবিতে প্রযোজক হিসেবে নিজের নাম ঘোষনা করেন ফারুকী। এর কয়েকদিন পরই গতকাল নতুন আর একটি ছবির ঘোষনা দিলেন এই নির্মাতা। নতুন এ ছবিটি নির্মিত হবে গুলশানে সম্প্রতি ঘটে যাওয়া হলি আর্টিজানের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে। ছবির নাম রাখা হয়েছে ‘হলি বেকারী’ ।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এখন অবস্থান করছেন দক্ষিণ কোরিয়ায় বুসান চলচ্চিত্র উৎসবে । সেখান থেকেই তিনি জানিয়ে দিলেন ‘হলি বেকারী’ সিনেমা নির্মাণের খবরটি।
আগামী বছরের শুরুতে তাঁর নতুন ছবি ‘হলি বেকারি’র কাজ শুরু করবেন তিনি। নতুন এই ছবিতে দেশ বিদেশের অনেক গুরুত্বপূর্ণ ও অগুরুত্বপূর্ণ শিল্পীরা কাজ করবেন জানান তিনি।
উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকীর আর একটি অলোচিত ছবি ‘ডুব’ বর্তমানে মুক্তির মিছিলে রয়েছে। জাজ- মাল্টিমিডিয়ার ছবি ডুবে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান এ এদেশের গুনী অভিনেত্রী তিশা।
আপনার মতামত লিখুন :