ঠাকুরগাঁওয়ে শর্টসার্কিটে আগুন লেগে নিহত ৫


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০১৬, ১১:৫১ AM / ১২৯
ঠাকুরগাঁওয়ে শর্টসার্কিটে আগুন লেগে নিহত ৫

ঠাকুরগাঁওয়ে বৈদ্যতিক শর্টসার্কিটে আগুন লেগে নিহত হয়েছেন ৫ জন। তারা সাবই একই পরিবারের। ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কেয়া রানী (৩৫) ও স্বর্ণা রানী (২০) পুলিশ সদস্য খরেশ চন্দ্র (৪৫) তার ছেলে নিলয় (১০) ও মেয়ে নাইস (১৫)। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার জনগাঁও গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রথমে দুইজন মারা যাওয়ার পর বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হলেও পর্যায়ক্রমে তারাও মারা যায়।
ভোমরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিটলার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। প্রথমে তাদের ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু দগ্ধদের শরীরের প্রায় শতভাগ ঝলসে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। তাই তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। এবং সেখানেই তারা মৃত্যুবরন করেন।

স্থানীয়রা জানায়, ভোরে পুলিশ সদস্য খরেশ চন্দ্রের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন বাড়ির ৫টি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় কেউ ঘর থেকে বের হতে পারেননি। স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পরে খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই দুইজনের মৃত্যু হয়। বাকিরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পরে মারা যায়।