রোনালদোর গোলে ধরাশায়ী আইল্যান্ড


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০১৬, ১১:৩১ AM / ১২৩
রোনালদোর গোলে ধরাশায়ী আইল্যান্ড

রোনালদোর গোলে ধরাশায়ী হলেন আইল্যান্ড । ৬-০ গোলে আইল্যান্ডকে হারিয়ে পয়েন্টে এগিয়ে রইলো পর্তুগাল। ইতিহাসে প্রথমবারের মতো ইউরোকাপ জেতার পরেই একের পর এক বড় জয় নিয়ে মাঠ ছাড়ছে ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে দলটি।

এর আগে গত শুক্রবার ৬-০ গোলেই হারিয়েছিল আনডোরাকে। আর এবার তরুণ স্ট্রাইকার আন্দ্রে সিলভার হ্যাটট্রিকে বড় ব্যবধানে জয় তুলে নেয় তারা। দলের হয়ে আরও একটি করে গোল করেন রোনালদো, জোয়াও মোওতিনহো ও জোয়াও ক্যানসেলো।

২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে সোমবার রাতে ফারো আইল্যান্ডের মাঠ তোরসোলারে আতিথিয়েতা নিতে যায় পর্তুগাল। আর ম্যাচে প্রথম থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে দারুণ জয় তুলে নেয়।

এদিন খেলার ১২, ২২ ও ৩৭ মিনিটে দলের প্রথম তিন গোল করেই হ্যাটট্রিক তুলে নেন সিলভা। বিরতির পর ৬৫ মিনিটে গোল করেন আগের ম্যাচে ৪ গোল করা রোনালদো। পরে ম্যাচের নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে বাকি দুটি গোল আসে।

‘বি’ গ্রুপের এ ম্যাচ জয়ের ফলে তিন খেলা শেষে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে পর্তুগাল। সমান খেলায় নয় পয়েন্ট নিয়ে শীর্ষে সুইজারল্যান্ড।