রিয়াল মাদ্রিদ প্লেমেকার হামেস রদ্রিগেজকে হত্যার হুমকি দিয়েছেন এক অজ্ঞাত ফুটবল সমর্থক। সম্প্রতি টুইটারের মাধ্যমে তাকে এ হুমকি দেয়া হয়। এজন্য ২৫ বছর বয়সী রদ্রিগেজের মা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন।
আগামী ১১ অক্টোবর ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে খেলবে কলম্বিয়া, ইনজুরির কারণে ওই ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন রদ্রিগেজ। এই কারণে লস ব্লাঙ্কোস ফুটবলারের ওপর চটেছেন দেশটির কিছু উগ্র সমর্থক। আর তারাই টুইটারের মাধ্যমে রদ্রিগেজকে মৃত্যুর হুমকি পাঠিয়েছেন।
এমন এক উগ্র সমর্থকই একটি পিস্তল ও বুলেটের ছবিসহ এক ক্ষুদেবার্তা পাঠিয়েছেন রদ্রিগেজকে। তাতে লেখা ছিল, “হামেস আমি অস্ত্র নিয়ে কলম্বিয়াতে আসছি; যা কিছু প্রিয় তাকে বিদায় বলার জন্য প্রস্তুত হও।”
এর আগে ১৯৯৪ সালের বিশ্বকাপ থেকে কলম্বিয়া ছিটকে পড়ার পর দেশটির ফুটবলার আন্দ্রে স্কোবারকে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছিল, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফুটবলযজ্ঞে একটি আত্মঘাতী গোল করেন।
আপনার মতামত লিখুন :