সাভারে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। রোববার (০৯ অক্টোবর) সকালে সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আরিফ মিয়া (৩০)। নিহত আরিফ ইমান্দিপুর এলাকার হযরত আলীর ছেলে।
এলাকাবাসীর অভিযোগ সকালে কয়েকজন যুবক ওই বাড়িতে নেশার আড্ডা বসায়। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর জের ধরে ওই যুবককে হত্যা করে মরদেহ বাড়ির ছাদে রেখে পালিয়ে যায় দুর্বৃওরা।
নিহত যুবক আরিফের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক জানায়, তার ভাই আরিফকে দুর্বৃওরা পিটিয়ে হত্যা করে মরদেহ সামছুল নাহারের দোতলা বাড়ির ছাদে নিয়ে রাখে। পরে প্রতিবেশীরা দেখতে পেয়ে থানায় খবর দেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত আরিফের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :