‘বসগিরি’র সাফল্যের পর এবার ‘বসগিরি টু’


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০১৬, ১১:১৮ AM / ১৮৩
‘বসগিরি’র সাফল্যের পর এবার ‘বসগিরি টু’

চলতি বছর ঈদুল আযহাতে মুক্তি পাওয়া ছবি ‘বসগিরি’ বেশ সাফল্যের সাথে ব্যবসা করে। এর ব্যবসায়িক সাফল্যের রেশ ধরে ছবিটির সিক্যুয়েলের তোড়জোড় শুরু করেছে ছবির নির্মাতা প্রতিষ্ঠান খান ফিল্মস। ‘বসগিরি’-এর দ্বিতীয় কিস্তির ছবিটির নাম হবে ‘বসগিরি টু’।

আজ শনিবার দুপুরে বিএফডিসির পরিচালক সমিতিতে ‘বসগিরি টু’ নামটি নিবন্ধন করানো হয়েছে। খান ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক টপি খান বলেন, ‘আজ দুপুরেই পরিচালক সমিতিতে বসগিরি ছবির সিক্যুয়েল ‘বসগিরি টু’ নামটি নিবন্ধন করেছি।’

সিক্যুয়েল নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘গেল ঈদে তিনটি ছবির মধ্যে সফল ‘বসগিরি’। দর্শকেরাও চাচ্ছেন ছবিটির সিক্যুয়েল হোক।’ এ ছবিতেও বসগিরি টু’ পরিচালনা করবেন পরিচালক শামীম আহমেদ রনি।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘সামনের দুই মাস গল্প, চিত্রনাট্য নিয়ে কাজ চলবে। আশা করছি আগামী বছরের শুরু দিকে শুটিং শুরু করতে পারব।’ প্রযোজক প্রতিষ্ঠানটির পরিকল্পনা, আগামী বছরের ঈদুল আজহায় মুক্তি দেওয়া হবে ‘বসগিরি টু’।

উল্লেখ্য ‘বসগিরি’ ছবিতে এর আগে অভিনয় করেন শাকিব খান ও বুবলী। আভাস পাওয়া গেছে বসগিরি-টু তে নায়িকা বুবলী থাকছেননা। তবে এবার শাকিব এর বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন এটাই এখন দেখার পালা।