বিশ্বকাপ বাছাইপর্বে জার্মানির বিশাল জয়


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০১৬, ১০:৪৩ AM / ১১৮
বিশ্বকাপ বাছাইপর্বে জার্মানির বিশাল জয়

বিশ্বকাপ বাছাইপর্বে জার্মানির বিপক্ষে মাঠে নামে চেক রিপাবলিক। ম্যাচে শক্তিশালী চেক রিপাবলিককে ৩-০ গোলে হারিয়ে বিশাল জয় পেয়েছে জার্মানি। দলের হয়ে জোড়া গোল করে এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন থমাস মুলার। আর একটি গোল আসে টনি ক্রুসের পা থেকে।

ঘরের মাঠে শনিবার রাতে ইমটেচ অ্যারিনায় চেককে আতিথিয়েতা জানায় বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এদিন শুরু থেকেই বেশ আক্রমণাত্বক খেলে দুর্দান্ত এ জয়টি তুলে নেয় জোয়াকিম লো’র শিষ্যরা।

ম্যাচের ১৩ মিনিটেই গোল করে দলের লিড নেন মুলার। মেসুত ওজিলের সহায়তায় গোলটি করেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। তবে বিরতির আগে আর কোনো গোলের দেখা পায়নি জার্মান।

বিরতির পর ম্যাচের ৪৯ মিনিটে দলের ব্যবধান দ্বিগুন করেন মিডফিল্ডার ক্রুস। জসুয়া কিমিচের বাড়ানো পাসে পা লাগিয়ে গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা। ‍আর ৬৫ মিনিটে নিজের জোড়া গোলের পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন মুলার।এমন জয়ের গ্রুপ ‘সি’তে শীর্ষে অবস্থান করছে দলটি।