রংপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০১৬, ১:০১ PM / ১৩১
রংপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

রংপুরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছেন অন্তত ২ জন ও আহত হয়েছেন ২০ জন। চালকসহ দু’জন মারা গেছেন। রংপুর জেলার কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বাসচালক কুড়িগ্রাম জেলার সুলসার বাজার পাঁচগাছি এলাকার পলাশ ও যাত্রী অনিতা (৩৩)।

স্থানীয়দের থেকে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকারগামী সাদ্দাম এন্টার প্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি দল নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ঘটনাস্থলেই বাসচালক পলাশের মৃত্যু হয়। অন্য আহত যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত ২০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।