ব্র্যাড পিট সন্তানদের সঙ্গে দেখা করলেন


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০১৬, ১১:১৬ AM / ১৪৩
ব্র্যাড পিট সন্তানদের সঙ্গে দেখা করলেন

অভিনেতা ব্র্যাড পিট তার সন্তানদের সঙ্গে দেখা করলেন। বিয়ে বিচ্ছেদের আবেদনের পর এই প্রথম সন্তানদের সঙ্গে সময় কাটালেন তিনি। ছয় ছেলেমেয়ের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন ৫২ বছর বয়সী এই তারকা। খবর পিপল ম্যাগাজিনের।

সম্প্রতি মতের অমিল দেখিয়ে গত ১৯ সেপ্টেম্বর বিয়ে বিচ্ছেদের আবেদন করেন অ্যাঞ্জেলিনা। তার পক্ষ থেকে জানানো হয়, পরিবারের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া।

আবেদনে ছয় সন্তানকে নিজের তত্ত্বাবধানে রাখার অনুমতি চেয়েছেন জোলি। তবে ব্র্যাডকে তাদের সঙ্গে দেখা করতে দেবেন বলেও উল্লেখ করেছেন ৪১ বছর বয়সী এই অস্কারজয়ী।

তবে তার স্বামী যৌথভাবে সন্তানদের দেখভাল করার অনুমতি চেয়েছেন আদালতের কাছে। শেষমেষ তাদের দীর্ঘদিনের সংসারের ইতি ঘটাতে বেশ হতাশই হয়েছেন তাদের নিরব দর্শক।