হাইতিতে ম্যাথিউর আঘাতে ৮৭৭ জনের মৃত্যু


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০১৬, ১০:১৩ AM / ১২৭
হাইতিতে ম্যাথিউর আঘাতে ৮৭৭ জনের মৃত্যু

হাইতিতে হারিকেন ম্যাথিউর আঘাতে এ পর্যন্ত ৮৭৭ জনের মৃত্যু খবর নিশ্চিত হওয়া গেছে। এর আগে এতো শক্তিশালী ঘূর্ণিঝড় ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে আঘাত হানেনি।প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সবশেষ খবর মতে এ সংখ্যা বেড়ে ৮৭৭ জনে দাঁড়িয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।

ঝড়টি হাইতির দক্ষিণাঞ্চীয় উপকূল ও শহরের মধ্যে তাণ্ডব চালায়। এতে গাছ উপড়ে, পানির স্রোতে ভেসে অধিকাংশ মানুষের প্রাণহানি হয়। প্রবল স্রোতে গুরুত্বপূর্ণ একটি সেতু ভেঙে যাওয়ায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ বন্ধ রয়েছে।টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় অনেকে এলাকার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। বিশুদ্ধ পানি ও খাবারের জন্য মানুষ ছোটাছুটি করছেন।

ঘণ্টায় ২৩০ কিলোমিটারের বেশি বাতাসের বেগ নিয়ে গত মঙ্গলবার থেকে হাইতি ও কিউবা অতিক্রম করে ঝড়টি ইতোমধ্যেই ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে। সেখানেও চালিয়ে যাচ্ছে তান্ডব।