আফসোস নিয়ে হেরে গেল বাংলাদেশ


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০১৬, ১১:০৮ PM / ১২১
আফসোস নিয়ে হেরে গেল বাংলাদেশ

জয় নিয়ে ঘরে ফেরার কথা ছিল বাংলাদেশের। তবে জয়ের বদলে হার নিয়ে ঘরে ফিরতে হলো তাদের।  সেই সাথে ২৫ হাজার দর্শকের ভাঙলো জয়ের স্বপ্ন। ইংল্যান্ডের বিপক্ষে ৩১০ রান তাড়া করতে নেমে শেষ ১৭ রানে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রানে বাংলাদেশ অলআউট হলো ১৩ বল থাকতেই। ২১ রানে জিতে সিরিজে লিড (১-০) ইংল্যান্ডের।

হারের ম্যাচে চোখে লেগে রইলো ইমরুল কায়েসের অসাধারণ ইনিংসটি। ১১৯ বলে ১১২ রানের ইনিংস খেলে অষ্টম ব্যাটসম্যান হসেবে যখন আউট হলেন তখনই সব আশা শেষ বাংলাদেশের।

ইমরুল ১১২ রানের ঝকঝকে ইনিংস খেললেন। সাড়ে ছয় বছর পর ওয়ানডে সেঞ্চুরি। আজ তাঁর নায়ক হওয়ার কথা। তবে হার নিয়ে ফিরতে হয়েছে তাকে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ-৩১০/৮ (৪৮.৫ ওভার) ইমরুল কায়েস ১১২, সাকিব আল হাসান ৭৯।

জ্যাক বল ৫১/৫, ইংল্যান্ড-৩০৯/৮ (৫০ ওভার) বেন স্টোকস ১০১, জস বাটলার ৬৩। মাশরাফি বিন মর্তুজা ৫২/২

ফল: ইংল্যান্ড ২১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ইমরুল কায়েস

সিরিজ: ১-০ তে এগিয়ে ইংল্যান্ড।