টাইগার শ্রফের সঙ্গে প্রেম না করার চুক্তি


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০১৬, ২:২৯ PM / ১৬৭
টাইগার শ্রফের সঙ্গে প্রেম না করার চুক্তি

টাইগার শ্রফ অভিনীত নতুন ছবি ‘মুন্না মাইকেল’-এর প্রথম পোস্টার সম্প্রতি প্রকাশ পায়। এতে টাইগারকে দেখা গেছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের গেটআপে। ইতোমধ্যেই ছবিটি নিয়ে চলছে বেশ অালোচনা তার মধ্যে সবচেয়ে বেশী আলোচিত বিষয় হলো ছবির নবাগত নায়িকা নিধি আগারওয়াল চাইলেও টাইগার শ্রফের সঙ্গে প্রেম করতে পারবেনা।

ছবির প্রযোজক-পরিচালকেরা রীতিমতো চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে এটি নিশ্চিত করেছেন যে নিধি ছবির সেটে নায়ক টাইগারের সঙ্গে প্রেমে জড়াতে পারবেনা।

‘হিরোপান্তি’ছবির পরিচালক সাব্বির খানের ছবিই হচ্ছে ‘মুন্না মাইকেল’। এটি হবে নিধি আগারওয়ালের প্রথম ছবি। এর প্রযোজক ভিকি রজনী সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, ছবির নায়িকা নিধি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময়ই এ বিষয়ে সম্মত হন যে তিনি ‘মুন্না মাইকেল’ ছবির সেটের কোনো কলাকুশলীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়াতে পারবেন না।

ভিকি আরও বলেন, ‘নিধি খুবই প্রতিভাবান ও সম্ভাবনাময় একজন শিল্পী। আমরা চাই সে তাঁর পুরো মনোযোগ অভিনয়ের দিকে দিক। নতুন হিসেবে সে যেন পথভ্রষ্ট না হয়, তাই এই শর্ত তাকে দেওয়া হয়েছে। পিটিআই।